সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁও উপজেলার সদ্য যোগদানকারী নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সোনারগাঁও প্রেস ক্লাব’র নতুন পরিচালনা কমিটির নেতা ও সদস্যরা। বৃহস্পতিবার (৬ জানুয়ারী) দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ’র সময় এক মতবিনিময় সভা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের সাথে নিয়ে সোনারগাঁওয়ের উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মত বিনিময় ও সৌজন্য স্বাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র সাব এডিটর এম এম সালাহউদ্দিন, সংগঠনটির সহ সভাপতি ও দৈনিক ইনকিলাবের নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা মোক্তার হোসেন মোল্লা, দৈনিক মানবজমিনের সোনারগাঁও প্রতিনিধি ও ক্লাবের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সংগঠনের যুগ্ম সম্পাদক ও চ্যানেল আই’র রিপোর্টার আকতার হোসেন, দৈনিক দেশ রূপান্তরের রবিউল হুসাইন, অর্থ সম্পাদক মিজানুর রহমান (দৈনিক আমাদের সময়), প্রচার সম্পাদক খায়রুল আলম খোকন (দৈনিক ডেসটিনি), দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন (দৈনিক মুক্ত খবর), সাংবাদিক কল্যাণ সম্পাদক মাহবুবুল ইসলাম সুমন (দৈনিক সংবাদ) , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাসুম মাহমুদ (দৈনিক খবরপত্র), নির্বাহী সদস্য মনির হোসেন (দৈনিক অগ্রসর) ও শামসুল আলম তুহিন (দৈনিক রুদ্রবার্তা)।
মতবিনিময় শেষে সকলের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।
Post a Comment