সোনারগাঁও দর্পণ :
সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী আজ মধ্যরাত ১২টা থেকে বন্ধ হয়ে যাচ্ছে সকল ধরণের নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিনে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী তথা নৌকার পক্ষে প্রচারে অংশ নেয় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
একটি সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের ১য় যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে দুপুরে কমপক্ষে ৫ হাজার নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তারা।
এ সময় উল্লেখযোগ্য নেতাদের মধ্যে ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির ২য় যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, জামপুর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ন কবির ভূইয়া, সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, সোনারগাঁও থানা যুবলীগের সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আরমান হোসেন মেরাজ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমানসহ অনেকে।
Post a Comment