সোনারগাঁও দর্পণ :
নিষিদ্ধ ভারতীয় ৩২৬ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)’র সদস্যরা। এ সময় ফেন্সিডিল ও মাদক কারবারীদের বহণকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। বুধবার (১২ জানুয়ারী) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকা থেকে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক ও প্রাইভেটকার জব্দের ঘটনা ঘটে।
আটককৃতরা হলো নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকার মৃত আব্দুল করিমের ছেলে এসএম আবু রাসেল স্বপন (৩১), একই এলাকার মজনু মিয়ার ছেলে জাবেদ ওমর (৩৬) এবং বগুড়ার ধুনট থানার চর খাদুলি এলাকার আবু বক্কর শেখের ছেলে মুকুল হোসেন শেখ (৪৫)।
র্যাব জানায় আটককৃত আসামীরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন প্রাইভেটকারের চালক, হেলপার এবং মোটরসাইকেলের চালকের ছদ্মবেশে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ তাদের আটক করা হয়।
এ ব্যাপারে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য দমন আইনে একটি মামলা হয়েছে।
Post a Comment