সোনারগাঁও দর্পণ :
দেশে পরিবহন, মজুদ, বিক্রি ও সেবন নিষিদ্ধ ভারতে উৎপাদিত তিন’শ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-১১’র একটি দল। গোপন সংবাদের ভিতিত্তে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া বাজার এলাকা থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। আটককৃতরা হলো - আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে রবিন মিয়া (২২) ও কিশোরগঞ্জের সদর থানার জিকুরজোরা এলাকার মৃত হেলাল মিয়ার ছেলে আলমগীর মিয়া (২০)।
র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটককৃতরা চিহ্নিত মাদক পাচার কারী। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে ফেন্সিডিল সংগ্রহ করে পিকআপে করে এনে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১’র একটি দল সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া বাজার এলাকায় চেকপোষ্ট বসিয়ে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি পিকআপ তল্লাসী করে তিন’শ বোতল ফেন্সিডিল উদ্ধারের পামাপাশি মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোবাইল সেট জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানা মাদক আইনে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Post a Comment