সোনারগাঁও দর্পণ :
আগামী রোববার (২৮ নভেম্বর) সোনারগাঁওয়ের মোট ৮টি ইউনিয়নে একযোগে শুরু হতে যাচ্ছে তৃতীয় ধাঁপে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১। ইতোমধ্যে নির্বাচনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগামীকাল দিনের মধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে যাবে। তবে শুধুমাত্র ব্যালট পেপার নির্বাচনের দিন ভোট গ্রহণের আগে প্রতিটি ভোট কেন্দ্রে পাঠানো হবে বলে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানাগেছে।
এদিকে, নির্বাচন বিধিমালানুযায়ী নির্বাচন গ্রহণের ৪৮ ঘন্টা পূর্বে অনুষ্ঠিতব্য নির্বাচনী এলাকায় সকল প্রকার প্রচার-প্রচারণা বন্ধ রাখার নিয়ম। সে মোতাবেক আজ শুক্রবার রাত ১২ টার পর থেকে বন্ধ হচ্ছে সকল প্রকার নির্বাচনী প্রচার-প্রচারণা।
সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ উল রহমান সোনারগাঁও দর্পণ’কে জানান, নির্বাচন গ্রহণে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। আশাকরি ১১৬ কেন্দ্রের ৬৩৯টি বুথে সকল প্রার্থী ও সমর্থকরা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আমাদের সহযোগিতা করবেন। তারই অংশ হিসেবে আজ রাত ১২ পর থেকে তার সকল প্রকার প্রচার-প্রচারণা বন্ধ রাখবে। আর যদি কেউ এ আইন ভঙ্গ করেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থ্যা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য সোনারগাঁও উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নৌকা প্রতিকের প্রার্থী মাসুদুর রহমান মাসুম, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ এবং বারদী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে মাহবুবুর রহমান বাবুলকে বে-সরকারীভাবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন অফিস। বাকী ৪টি ইউনিয়ন (জামপুর, নোয়াগাঁও, সাদিপুর এবং শম্ভুপুরা ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য এবং যে সকল ইউনিয়নে ইতোমধ্যে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সে সকল ইউনিয়নে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত করার লক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Post a Comment