সোনারগাঁও দর্পণ :
২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য সোনারগাঁও উপজেলায় মোট ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪টি ইউনিয়নে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় ইতোমধ্যে আওয়ামী লীগের ৪ প্রার্থী নৌকার হাল ধরেছেন। বাকি ৪টি ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থীরা নৌকায় উঠার জন্য নৌকা নিয়ে পানিতে ভাসলেও এখনো উঠতে পারছেন না। তাদের মধ্যে কতজন উঠতে পারবেন তা এখনো নিশ্চিত হয়নি। যেটি দেখতে সোনারগাঁওবাসীকে হয়তো অপেক্ষা করতে হবে ২৮ নভেম্বর পর্যন্ত।
শুক্রবার (১২ নভেম্বর) উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধের সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা উপজেলার পিরোজপুর ইউনিয়নে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়নে জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়নে মাহবুবুর রহমান বাবুল ও কাঁচপুর ইউনিয়ন পরিষদে মোশারফ ওমরের কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তাদের ৪ জনকে বে-সরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন।
বাকী ৪ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের মনোনীত হওয়ায় শম্ভুপুরা ইউনিয়নে নাসির উদ্দিন আহমেদ, নোয়াগাঁও ইউনিয়নে আব্দুল বাতেন মিয়া , জামপুর ইউনিয়নে হুমায়ুন কমির ভ‚ইয়া, সাদিপুর ইউনিয়নে আব্দুর রশিদ মোল্লার প্রতিদ্ব›িদ্ব থাকায় তাদের নৌকা প্রতিক বরাদ্ধ দিয়েছে নির্বাচন কর্মকর্তা।
এখন এই ৪টি ইউনিয়নে জাতীয় পার্টির চেয়ারম্যান ও আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থীর মধ্যে কে নির্বাচিত হবেন বা তাদের মধ্যে কোন সমঝতা হয় কি-না তা দেখতে অপেক্ষা করতে হবে ২৮ নভেম্বর পর্যন্ত।
Post a Comment