সোনারগাঁও দর্পণ :
যে কোন ধরণের আগ্নেয়াস্ত্র সংরক্ষণ,বহন ও ব্যবহার নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। আগামী ২৮ নভেম্বর আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখার পরিপত্র ও অস্ত্র আইনের ক্ষমতাবলে জনস্বার্থে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
এক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ উল্লেখ করেন, আগামী ২৮ নভেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ৮ টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখার পরিপত্র ও অস্ত্র আইনের ক্ষমতাবলে জনস্বার্থে আগামী ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর সোনারগাঁয়ে ৮ টা ইউনিয়নে বৈধ অস্ত্র বহন, অস্ত্র প্রদর্শন এবং অস্ত্রসহ চলাচল করাতে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। তবে, এ আদেশ সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষার সম্পৃক্ত সকল বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং বেসরকারি বিভিন্ন দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না বলে নির্দেশ করেন।
Post a Comment