সোনারগাঁও দর্পণ :
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে শোকজ হতে পারেন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভূইয়া। প্রতীক বরাদ্ধের আগে উঠান বৈঠকের নামে জনসভা ও প্রচার-প্রচারণার অভিযোগের কারণে তিনি শোকজ নোটিশ পেতে পারেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ইফসুফ উর রহমান।
বুধবার (১০ নভেম্বর) রাতে ‘সোনারগাঁও দর্পণ’র এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইফসুফ উর রহমান জানান, তিনি নারায়ণগঞ্জ কার্যালয় নির্বাচন সংক্রান্ত কাজে আছেন। তবে, জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিভিন্ন জায়গায় প্রতীক বরাদ্ধের আগেই প্রচার-প্রচারণা চালানোর কথা শুনেছি। তবে, এখনো আমাদের হাতে ফুটেজ বা প্রমাণ আসেনি। প্রমাণ হাতে পেলে আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
এদিকে, জামপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের দলীয় প্রার্থী হুমায়ুন কবির জামপুরের কোবাগা এলাকায় সম্প্রতি প্যান্ডেল করে বিশাল সমাবেশ করে। যেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু। এছাড়াও, প্রায় প্রতিদিনই উঠান বৈঠকের নামে তিনি বিভিন্ন গ্রামে আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের ব্যানারে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে সোনারগাঁও দর্পণ’কে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ২৮ নভেম্বর সোনারগাঁও উপজেলার ৮টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আগামীকাল ১১ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আর প্রতীক বরাদ্ধ দেয়া হবে ১২ নভেম্বর। প্রতীক বরাদ্ধ পেলেই প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করতে পারবেন। এরআগে, প্রচার-প্রচারণা করলে তা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনে অভিযুক্ত হবেন।
Post a Comment