সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ের মেঘনা নদীতে আবারও শুরু হয়েছে অবৈধ বালু উত্তোলন। অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বৈদ্দেরবাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য আবুল মেম্বারসহ দুই জনকে আটকের পর ভ্রাম্যমান বসিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ইউএনও অফিস সূত্রে জানাগেছে, উপজেলার বৈদ্দের বাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকায় ইউপির ৭নং ওয়ার্ডের খংসারদী গ্রামের মৃত তোতা মোল্লার ছেলে আবুল হোসেন ও টেঙ্গারচর গ্রামের মৃত আনছু মিয়ার ছেলে কালাম মেম্বার সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে মেঘনা নদী থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসিছল। ফলে নদীর আশপাশের বিভিন্ন স্থাপনা ভেঙে যাওয়ার উক্রম হচ্ছে। এমন অভিযোগে আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আবুল মেম্বারকে ৫০ হাজার ও কালাম নামে আরেক জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
Post a Comment