সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ের কাঁচপুর ও বারদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর। এ সময় পৃথক অপরাধে র্যাব-১১ এর সহযোগিতায় ভ্রাম্যমান আদালত মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিনের বিভিন্ন সময় উপজেলার কাঁচপুর ও বারদী এলাকায় অভিযান চালান অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। অভিযানে কাঁচপুর এলাকার ‘সাঈদ প্যাকেজিংয়ে অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (ক)/১৫(১) এবং ৬(গ) ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, বিষাক্ত সীসার গোলবার উৎপাদন ও বাজারজাত করার দায়ে বারদী এলাকায় ২টি ভাঙ্গারির দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উৎপাদিত ১ হাজার ৪শ’ ৮৫ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ৩ হাজার ৩০ কেজি বিষাক্ত সীসার গোলবার উদ্ধার করা হয়।
Post a Comment