আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে নৌকা প্রতিকের বিদ্রোহী প্রার্থী না হওয়ার আহবানের পাশাপাশি নৌকার চেয়ারম্যান প্রার্থীদের সমর্থন দিতে মহাজোটের নেতাকর্মীদের আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া উপজেলার ৮ টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে বিকেলে উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংক্ষিপ্ত বক্তব্যে ইঞ্জিনিয়ার মাসুম আরো বলেন, আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের কোন নেতা-কর্মী যদি মনোনয়নকে সমর্থন না করেন তার অর্থ হচ্ছে শেখ হাসিনাকে সমর্থন না করা। আর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ না থাকার অর্থ বিরোধীদের ক্ষমতায় আসার সুযোগ করে দেয়া। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা অনেক কষ্ট করে উপজেলা আওয়ামী লীগকে এখন পর্যন্ত ঐক্যবদ্ধ রেখেছেন। ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। আওয়ামী লীগের ঐক্য নষ্ট করতে অনেক শত্রুরাই তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই শত্রুদের পাতা ফাঁদে কাউকে পা না দেয়ার আহবান জানান তিনি।
এ সময় জাতীয় পার্টিসহ মহাজোটের সদস্যদের উদ্দেশ্যে মাসুম বলেন, আপনারা যদি আওয়ামী লীগকে আপনাদের শরিক মনে করেন তাহলে যারা নৌকার প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থী হয়েছেন তারা প্রার্থীতা তুলে নৌকার প্রার্থীকে সমর্থন করুন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির অন্যতম নেতা এ,এইচ,এম মাসুদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দারসহ অনেকে।
এছাড়া উপস্থিত ছিলেন, কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোশারফ ওমর, জামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভ‚ইয়া, সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ মোল্লা, নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুর বাতেন, বারদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী লায়ন বাবুল, শম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নাছির মেম্বার ও সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদ হাসান জিন্নাহ, মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুসহ উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Post a Comment