সোনারগাঁও দর্পণ :
৩ হাজার ৪৮ পিছ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১'র সদস্যরা। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো - কুমিল্লার কোতয়ালী থানার রাংগুরি মুন্সিবাড়ি এলাকার জহিরের ছেলে শাহ জাহান, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার তাইনথং বটতলী এলাকার আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন এবং কুমিল্লা সদর থানার কিষ্ণপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মাহবুব।
শুক্রবার র্যাব-১১ কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত পাটানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১১ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অভিনয় কায়দায় কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১’র একটি দল বৃহস্পতিবার রাতে সোনারগাঁওয়ের সোনাখালী এলাকায় মাদক বিরোধী অভিযান চালানোর তাদের আটক করা হয়। আটকের সময় তাদের সাথে থাকা ৩ হাজার ৪৮ পিছ ইয়াবা জব্দ করা হয়।
পরে শুক্রবার সকালে আটককৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থাানয় মামলা করে মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
Post a Comment