Halloween Costume ideas 2015

সোনারগাওয়ে সন্ত্রাসী হামলা

সোনারগাঁও দর্পণ :

আব্দুল আলী নামে প্রায় পচাত্তর বয়সী বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। পূর্বশত্রæতার জের ধরে শুক্রবার দুপুরে জুম্মার নামাজের আগে  সোনারগাঁও পৌর এলাকার দরপত গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুল আলী বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

স্থানীয়রা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পৌরসভার দরপত গ্রামের শফিউদ্দিন ও তার দুই ছেলে রাসেল ও রাজন দীর্ঘদিন ধরে একই গ্রামের আব্দুল আলীর ও তার পরিবারের সাথে দ্ব›েদ্ব লিপ্ত। আব্দুল আলীর জমি জোর করে দখলের জন্য অনেক দিন ধরেই বিভিন্ন হামলা-হুমকি-ধমকি দিয়ে আসছিল শফিউদ্দিন ও তার ছেলেরা। তারই রেশ ধরে শুক্রবার জুম্মার নামাজের কিছু আগে শফিউদ্দিনের নেতৃত্বে তার  দুই ছেলে রাসেল ও রাজন ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল আলীর বাড়িতে হামলা চালায়।  এ সময় তাদের এলাপাথারি হামলায় আব্দুল আলী রক্তাক্ত আহত হয়। 

সোনারগাঁও থানার ওসি হাফিজুর রহমান জানান, এ হামলার ঘটনায় লিখিত অভিযোগ  পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget