Halloween Costume ideas 2015

জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পিরোজপুর; চেয়ারম্যান মাসুম পুরস্কারে ভূষিত

সোনারগাঁও দর্পণ : 

জন্ম ও মৃত্যু নিবন্ধনের দিক দিয়ে নারায়ণগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন। আর এ সফলতায় জন্ম ও নিবন্ধন বিভাগে পুরস্কারে ভূষিত হয়েছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম। বুধবার ৬ অক্টোবর জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে তিনি এ পুরস্কার লাভ করেন।

সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাইন বিল্লাল চেয়ারম্যান মাসুমের হাতে এ পুরস্কার তুলে দেন। 

পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় পিরোজপুর ইউনিয়নের নাগরিক সম্মিলতিভাবে এ কৃতিত্বের দাবিদার জানিয়ে পুরস্কারটি তার  ইউনিয়নের বাসিন্দাদের জন্য উৎসর্গ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও পিরোজপুর ইউনিয়নের বেশ কয়েকজন বাসিন্দা ও আওয়ামী লীগ এবং এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget