সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁও উপজেলা পরিষদের উপ নির্বাচনে সদ্য নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া উপজেলা চেয়াম্যান হিসেবে শপথ নেয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এরআগে, রবিবার (০৩ অক্টোবর) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নেন। তাঁকে শপথ পাঠ করান ঢাকা বিভাগীর কমিশনার খুলিলুল রহমান।
এদিকে সকালে শপথ গ্রহণের পরপরই নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়াকে টেলিফোনে শুভেচ্ছা জানান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। এছাড়া শপথ গ্রহণের পর শুভেচ্ছা জানান শপথ গ্রহণের সময় তাঁর সাথে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এএইচএম মাসুদ দুলাল, সোনারগাঁওয়ের সন্তান ঢাকায় পুলিশের সদর দপ্তরে কর্মরত এসপি আক্তার হোসেন, আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সগির আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহ মো. সোহাগ রনিসহ অনেকে।
এরআগে, গত ৭ অক্টোবর সোনারগাঁও উপজেলা পরিষদ উপ নির্বাচনের দিন ধার্য্য করে নির্বাচন কমিশন। একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮জন জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও পরবর্তীতে শুধুমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট সামসুল ইসলাম ভ‚ইয়া ছাড়া অন্যকোন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় একক প্রার্থী হিসেবে গত ২০ সেপ্টেম্বর সকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা উপ নির্বাচনের রিটার্নি কর্মকর্তা মোহাম্মদ আতিয়ুর রহমান সামসুল ইসলাম ভ‚ইয়াকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হিসেবে ঘোষণা করেন।
এরও আগে, গত ২২ জুলাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের মৃত্যু হলে এ আসনটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন।
Post a Comment