সোনারগাঁও দর্পণ :
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনিকে অভিযুক্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে সিআইডি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দেয়া চার্জশিটে পরীমনি ছাড়াও আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরী নামে অপর দুইজনের নাম দেয়া হয়। সোমবার (৪ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।
এরআগে, গত ২৮ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরীমনিকে তার ব্যবহৃত হ্যারিয়ার গাড়ি, আইফোন, ল্যাপটপসহ জব্দকৃত ১৬টি আলামত ফেরত দেওয়ার নির্দেশ দেন আদালত।
এরও আগে চলতি বছরের গত ৪ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজ বাসায় অভিযান চারিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক করে র্যাব।
Post a Comment