সোনারগাঁওয়ের চিহ্নিত মাদক স্পটে মাদক বিরোধী অভিযান চালিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) এর সদস্যরা। সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যার কিছু আগে উপজেলার পৌরসভার আওতাধীন আজম বাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে হাবিবপুর এলাকার ভাড়াটিয়া রাব্বি, অপর ভাড়াটিয়া মোস্তফার ছেলে সুজন ও পিরোজপুরের জৈনপুর এলাকার হৃদয় নামে তিন জনকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে স্থানীয়রা সোনারগাঁও দর্পণ’কে জানায়। যদিও র্যাব-১১ এর পক্ষ থেকে কোন তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক আজম বাড়ি এলাকার একটি সূত্র জানায়, উপজেলার আজম বাড়ি (চিড়ার মেইলের পিছনের এলাকা) এলাকার সাঈদের ছেলে পিয়েল (৩২) দীর্ঘ দিন ধরে আজমবাড়িতে ফেন্সিডিল, ইয়াবা,গাঁজাসহ দেশী-বিদেশী মাদকের সংমিশ্রণে একটি শক্তিশালী চক্রের মাধ্যমে মাদক স্পট পরিচালনা করে আসছিল। ফলে, স্থানীয় এলাকার উঠতি বয়সের তরুণসহ বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষ নেশাগ্রস্থ হওয়ার পাশাপাশি সমাজে এর বিরূপ প্রভাব পরছিল। এলাকায় চুরি,ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপরাধমুলক কাজ বৃদ্ধি পায়। এমন তথ্য র্যাবের কাছে পৌঁছালে আজ সোমবার সন্ধ্যার কিছু আগে আজম বাড়ি এলাকার পিয়েলের মাদক স্পটে পিয়েলকে ধরতে র্যাবের একটি দল অভিযান চালায়। কিন্তু চতুর পিয়েল র্যাবের উপস্থিতি টের পেয়ে সটকে পরে। তবে, ওই স্পট থেকে হাবিবপুর এলাকার ভাড়াটিয়া রাব্বি, অপর ভাড়াটিয়া মোস্তফার ছেলে সুজন ও পিরোজপুরের জৈনপুর এলাকার হৃদয় নামে তিন মাদক ব্যবসায়ী ও সেবিকে আটক করে র্যাব সদস্যরা। আটকের সময় তাদের সাথে থাকা প্রায় দেড় কেজির মতো গাঁজাও উদ্ধার করা হয় বলে সূত্রটি দাবি করে।
এ বিষয়ে র্যাব-১১’র সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে (রাত ৯টা ৪৮ মিনিটের দিকে) কোন সাড়া পাওয়া যায়নি।
Post a Comment