সোনারগাঁও দর্পণ :
অতিরিক্ত মদ পানে গোবিন্দ বিশ্বাস (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত গোবিন্দ বিশ্বাস সোনারগাঁও পৌরসভার হরিষপুর গৌরবদী গ্রামের মৃত ধনঞ্জয় বিশ্বাসের ছেলে এবং উপজেলার বাংলাবাজার এলাকার সেলুন ব্যবসায়ী।
স্থানীয়রাভাবে জানাগেছে, লক্ষ্মীপূজা উপলক্ষে গোবিন্দ বিশ্বাস বন্ধুদের সাথে মদ পান করে অসুস্থ্য হয়ে পরে। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২২ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।
এদিকে, মদপানে যুবকের মৃত্যুর খবর শুনে সোনারগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
Post a Comment