সোনারগাঁও দর্পণ :
পূজামন্ডপে বিদ্যুৎ’র কাজ করতে গিয়ে জুম্মন মিয়া নামে (২২) এক যুবকের মৃত্যু হয়েছে। সোনারগাঁও উপজেলার পৌরসভার বাগমুছা ঋষিপাড়া গ্রামের পূজামন্ডপে বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত জুম্মন মিয়া সিদ্ধিরগঞ্জের মিজমিজি গ্রামের মোশারফ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বাগমুছা ঋষিপাড়া গ্রামের পূজামন্ডপে আনা জেনারেটরের পরিচালনার দায়িত্বে কাজে আসে জুম্মান। বুধবার ভোর ৫টার দিকে বিদ্যুৎ চলে গেলে জুম্মান জেনারেটর চালু করার সময় বিদ্যুতায়িত হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে নেয়ার আগেই জুম্মানের মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বলা যাবে।
Post a Comment