সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইয়াকে আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য সোনারগাঁও উপজেলা পরিষদ উপ নির্বাচনে বে-সরকারীভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ উপজেলায় নিজ সংগঠন এবং অন্যকোন রাজনৈতিক সংগঠন বা স্বতন্ত্রপ্রার্থী না থাাকয় সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা উপ নির্বাচনের রিটার্নি কর্মকর্তা মোহাম্মদ আতিয়ুর রহমান এ ঘোষণা দেন।
তিনি বলেন, একজন স্বতন্ত্র প্রার্থীসহ যদিও আরো কয়েকজন মনোনয়নপত্র সংগ্রহ করার পর গত ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত কোন মনোনয়নপত্র জমা পরেনি সেহেতু, সোনারগাঁও উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আর কোন প্রার্থী না থাকায় সামসুল ইসলাম ভূইয়া একক প্রার্থী হিসেবে মনোনীত হোন।
এদিকে, নতুন নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে নিরলস শুভেচ্ছায় সিক্ত করেন উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। নব-নির্বাচিত চেয়ারম্যান সামসুল ইসলাম ভূইয়াও তাকে শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।
Post a Comment