সোনারগাঁও দর্পণ :
২ হাজার ৩৯৭ ক্যান বিদেশী বিয়ার ও ৪৩৩ বোতল বিদেশী বিভিন্ন ব্রান্ডের মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকালে সোনারগাঁওয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে এ সকল মাদক উদ্ধার করে। অভিযানের সময় একটি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
র্যাব -১১ অধিনায়ক লেঃ কর্ণেল তানভির মাহমুদ পাশা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে সোনারগাঁও উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার আইলাতুলি এলাকার মৃত আব্দুণ গণি’র ছেলে আমজান হোসেন (২৮), শেরপুর সদর থানার দুসুরা ছোনকান্দা এলাকার মৃত নসিম উদ্দিনের ছেলে ওয়াসিম (২৭), ভোলার বোরহান উদ্দিন থানার রানীগঞ্জ বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে সুজন (২৪) এবং ঢাকার তেঁজগাঁও শিল্পাঞ্চলের বটতলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আলাল (২৪)’কে একটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যান সহ আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে মাদকগুলো উদ্ধার হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন এলাকায় মাদকের মামলা রয়েছে।
Post a Comment