সোনারগাঁও দর্পণ :
স্বৈরাচারীভাবে বাদে জাতীয় পার্টি এককভাবে কখনোই ক্ষমতায় আসতে পারেনি আর পারবেওনা। তারা সবসময় কোন না কোন দলের কাঁধের ওপর ভর করেই চলে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন উপলক্ষে উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপির আন্দোলনের বিষয়েও কথা বলেন সোনারগাঁওয়ের জনপ্রিয় এ নেতা।
কায়সার হাসনাত বলেন, জাতীয় পার্টি একসময় টানা ক্ষমতায় ছিল। তাও আবার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে না। স্বৈরাচারীভাবে। ভোটের মাধ্যমে এককভাবে নির্বাচনে জাতীয় পার্টি কখনো সরকার গঠন করতে পারেনি আর কখনো পারবেওনা। এ দল এমন একটি দল যারা অন্য কোন না কোন দলের কাঁধের ওপর ভর করে চলে। আর এখানেও ( সোনারগাঁওয়ে) এ দল সাংগঠনিকভাবে শক্তিশালী নয় যার উদাহরণ আমরা কিছুদিন আগে অনুষ্ঠিত উপজেলা পরিষদ উপ নির্বাচনেও দেখেছি। যদি তাদের সে সামর্থ থাকতো তারা প্রার্থী দিতেন। তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে থাকা আমাদের দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত চেয়ারম্যানদের নিয়ে লাফালাফি করে। যারা আওয়ামী লীগ বাদ দিয়ে নিজের আখের ঘোঁচানোর জন্য লাঙ্গলের হয়ে কাজ করছে তাদের বিষয়ে দল ভবিষ্যতে সিদ্ধান্ত নিবে।
এ সময় বিএনপি কিছু দিন পরপর আন্দোলনের নামার ঘোষণা বিষয়ে কায়সার হাসনাত বলেন, বিএনপি’রতো কোমরই ভেঙ্গে গেছে। তারা মাঝে মধ্যে মাঠে দাড়ানোর ঘোষণা দিয়ে তাদের নেতাকর্মীদের রাজণীতিতে বাঁচিয়ে রাখে মাত্র। তারা দুই/একটি মামলার ভয়ে জাতীয় পার্টির সাথে আঁতাত করে চলে। বিএনপির নেতাকর্মীরা যখন কাঁচপুরে হামলা করল সে সকল নেতাকর্মীরা এখন কোথায়। তারা কিন্তু আমাদেরই কোন না কোন নেতাকর্মীর ছত্রছায়ায় থেকে ঘাপটি মেরে আছে। তাদের চিহ্নিত করতেম হবে বলে মনে করেন কায়সার।
পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন এবং প্রধানমন্ত্রীর দ্বারা বাংলাদেশের ভালো কিছু করার জন্যই আল্লাহ বারবার তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রেখেছেন বলে জানান কায়সার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান কালাম, যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আহবায়ক কমিটির সদস্য ও মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীে গর সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, লায়ন মাহবুবুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরা, সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নূরজাহান, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির ভূঁইয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আরমান মেরাজ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, আওয়ামী লীগ নেতা এরফান হোসেন দীপ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহামুদ, বর্তমান সভাপতি হাসান রাশেদসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Post a Comment