Halloween Costume ideas 2015

চাঁদে জমি কিনে স্ত্রী’কে উপহার দিলেন এক সাংবাদিক

সোনারগাঁও দর্পণ :

স্ত্রীকে ভালোবেসে চাঁদে জমি কিনে উপহার দিয়েছেন স্বামী এম ডি অসীম। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) তাদের ষষ্ঠ বিবাহবার্ষিকীতে স্ত্রী ডা. ইসরাত টুম্পার হাতে চাঁদের জমির বিভিন্ন কাগজ তুলে দেন তিনি। 

এম.ডি অসীম খুলনা মহানগরীর মডার্ন ফার্নিচার মোড় এলাকার বাসিন্দ। তিনি একটি  বেসরকারি টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি।

অসীম জানান, স্ত্রীকে ভালোবেসে অনেকেই আবেগী হয়ে আকাশের চাঁদ এনে দেয়ার প্রতিজ্ঞা করেন। কিন্তু সে প্রতিজ্ঞা পুরণ করতে পারেননা। তিনিও তার স্ত্রীকে কথা দিয়েছিলেন কোনো এক বিবাহবার্ষিকীতে তাকে বিশেষ উপহার দিয়ে অবাক করবেন। অসীম জানান, তিনি গত বছর জানতে পারেন, ভারতের এক ব্যক্তি বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিয়েছেন। তার পর থেকে তিনিও এমন সিদ্ধান্ত নেন। 

গত ২০ সেপ্টেম্বর মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ থেকে ৪৫ ডলারের বিনিময়ে চাঁদে এ জমি তিনি কিনেছেন। জমি কেনার পর তাদের মধ্যে একটি বিক্রয় চুক্তিনামা, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি এবং জমিটির ভৌগোলিক অবস্থান ও মৌজা-পর্চার মতো আইনি নথিও পাঠায় সংস্থাটি। যা আজ তিনি তার স্ত্রীর হাতে তুলে দিয়েছেন। স্ত্রীকে চাঁদ এনে দিতে না পারলেও চাঁদের বুকে এক টুকরো জমি কিনে দিতে পেরে তিনি খুব খুশি।

এরআগে, ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর বিয়ে হয় এই দম্পতির। দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনে তাদের পরিবারে ফারদিন ইসলাম অমি নামে এক ছেলে জন্ম নেয়। বর্তমানে অমির বয়স চার। 

এদিকে, চাঁদে জমি পেয়ে ইসরাত টুম্পাও খুশি। তিনিও ভাবতে পারেননি তার স্বামী তাকে এমন একটি বিশেষ উপহার দেবেন।

উল্লেখ্য, চাঁদে জমি কেনার জন্য মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’-ই হলো সবচেয়ে জনপ্রিয় কোম্পানি। তাদের তথ্যানুযায়ী, চাঁদে জমির দাম প্রতি একর ২৪ দশমিক ৯৯ ডলার থেকে সর্বোচ্চ ৪৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ১২৫ টাকা থেকে ৪২ হাজার ৪৩৭ টাকা। ( তথ্য ও ছবি - আরটিভি অনলাইন.কম)


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget