সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁও উপজেলা চত্বরে একাধিক স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। স্থাপনাগুলো হলো থিম পার্ক,ফাউন্টেইন শহীদ মিনার ও উপজেলা সৌন্দর্য বর্ধন। মঙ্গলবার তিনি উপজেলা চত্বরে গিয়ে এ সকল স্থাপনা ও সৌন্দর্য বর্ধনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জাব্বার, বন কর্মকর্তা মামুনুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হোসেনসহ জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Post a Comment