সোনারগাঁও দর্পণ :
বাংঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এরআগে, প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অন্যান্যদের মধ্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসেনর সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান কালাম, বর্তমান যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আহবায়ক কমিটির সদস্য ও মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, উপজেলা যুবলীে গর সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, লায়ন মাহবুবুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরা, সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নূরজাহান, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির ভূঁইয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আরমান মেরাজ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, আওয়ামী লীগ নেতা এরফান হোসেন দীপ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহামুদ, বর্তমান সভাপতি হাসান রাশেদসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Post a Comment