সোনারগাঁও দর্পণ :
আগামী ২৮ সেপ্টেম্বর সোনারগাঁও আওয়ামী লীগের সভা আহবান করেছে উপজেলা আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম দিন পালনের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর এ সভা আহবান করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার। গতকাল রাতে কায়সার তার নিজ ফেইসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে অনুষ্ঠিতব্য এ সভা ও দোয়া অনুষ্ঠানের আহবান করেন।
বিনা প্রতিদ্ব›িদ্বতায় আওয়ামী লীগ মনোনীত প্রাথমিকভাবে বে-সরকারীভাবে বিজয়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভ‚ইয়া সভাপতি হিসেবে থাকবেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন কায়সার।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ / ইউনিয়ন আওয়ামী লীগ / মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ সকল সহযোগী সংগঠন / মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সাথে সংশ্লিষ্ট সকলকে আগামী ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে থাকতে বলা হয়েছে।
Post a Comment