সোনারগাঁও দর্পণ :
পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী ব্যবসায়ী বাবুল মিয়া। বুধবার (৪ আগষ্ট) আনুমানিক ভোর ৪ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল আওয়ামী আওয়ামী লীগ কার্যালয়ের পাশে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ভাঙারি ব্যবসায়ী বাবুল মিয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার প্রতিপক্ষের লোকজন এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এর আগেও প্রতিপক্ষের লোকজন তার একটি দোকানে অগ্নিকাণ্ডের এমন ঘটনা ঘটায়। এতে প্রায় আমার ২৬ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
পাশের দোকানদার আরিফ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তার দোকানেরও ক্ষতি হয়েছে। তাতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুল মিয়ার ভাঙ্গারী দোকানে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দেয়। সোনারগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে টানা ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ভুক্তভোগী বাবুল মিয়া জানান, এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Post a Comment