সোনারগাঁও দর্পণ :
আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ উপ-নির্বাচনে সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী আওয়ামী পরিবার খ্যাত হাসনাত পরিবারের থেকে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন প্রয়াত মোশারফ হোসেনের ভাই বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন। গত বরিবার (২২ আগস্ট) কায়সার হাসনাতের উপস্থিতিতে তাদের পারিবারিক ঘরোয়া এক সভায় এ সিদ্ধান্ত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক হাসনাত পরিবারের ঘনিষ্ট ও বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য ‘সোনারগাঁও দর্পণ’কে নিশ্চিত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি জানায়, সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সোনারগাঁওয়ের সকল শ্রেণী পেশার মানুষের ভালবাসার মানুষ, সোনারগাঁওবাসী এবং সোনারাগাঁও আওয়ামী লীগের সাবেক অভিভাবক সদ্য প্রয়াত সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেনের স্থলাভিসিক্ত অভিভাবক হিসেবে তারই ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক মনির হোসেনকে পারিবারিকভাবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার সম্মতি দিয়েছেন হাসনাত পরিবারের সদস্যরা। সূত্রটি জানায়, রোববার প্রয়াত মোশারফ হোসেনের বিচার কক্ষে (বাড়ির যে কক্ষে বসে মোশারফ হোসেন চেয়ারম্যান বিচার সালিশ করতেন) তাদের পরিবারের সকল সদস্যরা (চাচা, চাচাতো ভাই, ভাতিজা, ভাতিজী, ছেলেসহ সকলে) একত্রে বসে নারায়ণগঞ্জ - ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের উপস্থিতিতে খোলামেলা আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেন।
মনির হোসেনের বিষয়ে কায়সার হাসনাতের বক্তব্য কি ছিল এমন প্রশ্নের জবাবে সূত্রটি জানান, পারিবারিকভাবে মনির হোসেনকে আসন্ন উপজেলা পরিষদ উপ-নির্বাচনে প্রার্থী হতে কায়সার হাসনাতও একমত হয়েছেন। তবে, সাংগঠনিকভাবে উপজেলা আওয়ামী লীগ মনির হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে সম্মতি দিবে কি-না তা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সিদ্ধান্তেই চ‚ড়ান্ত হবে বলে মত প্রকাশ করেন কায়সার হাসনাত।
এ সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রশ্নের অবসান হলো - কে হচ্ছেন ‘হাসনাত পরিবার’ থেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী।
Post a Comment