সোনারগাঁও দর্পণ :
স্যাটেলাইট ও আইপি টিভিসহ অনুমোদনহীন ২৩টি চ্যানেল বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। বিদেশে অর্থপাচার, নিয়োগ বাণিজ্য, মফস্বল সাংবাদিকদের সাথে প্রতারণার অভিযোগে এসকল চ্যানেল বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ - ১ শাখার ৪ আগস্ট ৪৪.০০.০০০০.০৯৪.১৩.০৩২.৩৪০ নং স্বারকে উপসচিব স্বাক্ষরিত এক আবেদনের প্রেক্ষিতে ৫ আগস্ট প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।
চ্যানেলগুলো হলো - চ্যানেল এস, কিউ টিভি, সিএনএন বাংলা টিভি,আলিফ টিভি, একাত্তর বাংলা টিভি, নতুন সময় টিভি, মুভি বাংলা টিভি, চ্যানেল বাংলা টিভি, আলীবাই টিভি, চ্যানেল মেট্রো, ইউরো বাংলা টিভি, প্রবাসী বাংলা টিভি, এমসি টিভি, সি প্লাস টিভি, রূপসী বাংলা টিভি, জারা টিভি, ফাগøুনী টিভি, এনএন টিভি, জি বাংলা, বিবিসি বাংলা টিভি, বঙ্গ টিভি, চ্যানেল টি-ওয়ান এবং চ্যানেল ফোর।
তবে, তথ্য মন্ত্রণালয়ে আবেদিত আইপি টিভি ও অনলাইন টিভি’র বিষয়ে এ আদেশ চলবেনা বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
Post a Comment