সোনারগাঁও দর্পণ :
একটি মাছের ওজন ১১ মন। ভাবতে পারেন। মিথ্যা নয়, সত্যি। ঘটনাটি রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার ঘটনা। পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১১ মণ ওজনের বিশাল আকারের শাপলা মাছ বা পান পাতা নামক মাছ।
রোববার (২৯ আগস্ট) সকাল ৭টার দিকে দৌলতদিয়ার ৭নং ফেরিঘটের অদূরে গভীর পদ্মায় বাবু সরদার নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। সেটি বিক্রিও হয়েছে। প্রতি মণ ৮ হাজার টাকা দরে ৮৮ হাজার টাকায় মাছটি দৌলতদিয়ার আড়দদার রেজাউল ইসলামের কাছ থেকে আজ ১১টার দিকে কিনে নিয়েছেন রাজবাড়ী জেলার বড় বাজারের আড়তদার কুটি মন্ডল। মাছটিকে একনজর দেখতে শত শত উৎসুক জনতা ভিড় জমায়।
Post a Comment