সোনারগাঁও দর্পণ :
পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে ঝাঁপ দেয়ার পর নিখোঁজ হওয়া যুবক শেখ পারভেজ মিয়া (২৫)’র লাশ একদিন পর আজ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ আগষ্ট) দুপুরে সোনারগাঁও উপজেলার হরিহরদী এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পারভেজ মুছারচর গ্রামের শেখ জসিম উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সোমবার বিকেলে সাদা পোশাকে পুলিশ মুছারচর এলাকায় মাদক বিরোধী অভিযানে যান এ এসআই আজাজুল হক ও কামরুল। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশ দেখে পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে লাফিয়ে বাঁচার চেষ্টা চালায়। পারভেজও অন্যদের দেখে ভয়ে পানিতে ঝাঁপ দেয়। অন্যরা সাতরিয়ে পারে উঠলেও পারভেজ নিখোঁজ থাকে। মঙ্গলবার দুপুরে পানিত পারভেজের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবরদেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এদিকে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আসলে পুলিশের কোন মাদক বিরোধী অভিযানের কারণে নদীতে ঝাঁপ দেয়ার ঘটনা ঘটেনি। মুলত ড্রেজারে বালু ফেলার বিষয় নিয়ে দু’পক্ষের ঝগড়ার সময় পানিতে ঝাঁপ দেয়ার ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরে জানানো হবে।
Post a Comment