সোনারগাঁও দর্পণ :
বিদেশী মদ ও বিয়ারসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের মনির হোসেনের বাড়ি থেকে মাদক ব্যবসায়ীদের আটকের পাশাপাশি মাদকগুলো উদ্ধার করা হয়।
সোনারগাঁও থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সোনারগাঁও থানা পুলিশ পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের মরিনর হোসেনের বাড়ি থেকে তার বাড়ির ভাড়াটিয়া সুনামগঞ্জ সদর থানার বালিয়াকান্দি গ্রামের ইমতিয়াজের ছেলে ইমন (২০) ও তার ভাই ইমরান (২১), সোনারগাঁও থানার রতনপুর গ্রামের কালামের ছেলে রিমন (২৪) এবং একই এলাকার রায়হানের ছেলে সাগরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেখানো ইমরানের ঘর থেকে ১০৯ পিচ বিয়ার ও ২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, আসামীরা নদী পথে মাদক এনে বিভিন্ন এলাকায় বিক্রি করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Post a Comment