সোনারগাঁও দর্পণ :
সরকারী খাল বালু দিয়ে ভরাটের সময় জামান মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ আগস্ট) বিকেলে সোনারগাঁও পৌরসভার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রাচীর ঘেঁষা ইছাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় কয়েকটি গ্রামের পানি নিষ্কাষনের একমাত্র ওই খালটি স্থানীয় জামান মিয়া পাইপ বসিয়ে ড্রেজার দিয়ে বালু ভারট করছে। স্থানীয়রা এমন অভিযোগ দিলে বিকেলে সরেজমিনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। এ সময় অভিযোগের সত্যতা পান এবং ঘটনার সাথে জড়িত অভিযুক্ত জামানকে নির্বাহী কর্মকর্তার নির্দেশে আটক করে পুলিশ ও আনসার সদস্যরা। পরে তাকে উপজেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি বালু ভরাট কাজে ব্যবহৃত পাইপ ভেঙ্গে নষ্ট করে দেয়া হয়।
পরে উপজেলা কার্যালয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন-১৯৯৫ এর ধারা (০৬)(ঙ) লঙ্ঘনের দায়ে ৩০ হাজার টাকা অর্থ দন্ড দেন।
Post a Comment