সোনারগাঁও দর্পণ :
১৮ বছরের বেশি সকল মানুষকে টিকার আওতায় আনার সরকারের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৭ আগস্ট থেকে প্রথম ধাপে মোগরাপাড়া ইউনিয়নের ৩টি ওয়ার্ডে মোট ১ হাজার ৮শ জনকে করোনা টিকা দেয়া হবে। আজ বিকালে মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু’র মোবাইলে ‘সোনারগাঁও দর্পণ’কে এ তথ্য জানান।
তিনি আরও জানান, ৭ মোগরাপাড়া উচ্চ বিদ্যালয়ে ১ নং ওয়ার্ডের ৬শ জনকে, ৮ আগস্ট মহিলা কলেজে ৬শ জনকে এবং ১০ আগস্ট মোগরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দেয়া হবে ৬শ জনকে। ইউনিয়নের এই তিন ওয়ার্ডে ১৮ বছরের বেশি মোট ১৮শ জনকে টিকার আওতায় আনা সম্ভব হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার যখন আমাদের কাছে পৌঁছাবে আমরা সরকারের সিদ্ধান্ত মোতাবেক তা সময়ের মধ্যেই দেয়ার চেষ্টা করব।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা জানান, প্রথম ধাঁপে প্রতিটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে প্রতিদিন ৬শ করে ৩ দিন দেয়া হবে। তবে, এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। জেলা সিভিল সার্জন অফিস থেকে পর্যায়ক্রমে আসবে যা ৭ আগস্ট থেকে দেয়া হবে। সে ক্ষেত্রে ১১টি ইউনিয়নে মোট ১৯ হাজার ৮শ ভ্যাকসিন আসার কথা।
Post a Comment