সোনারগাঁও দর্পণ :
‘ডিগবার ফুলবল টুর্নামেন্ট - ২০২১’র আয়োজন করেছে সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী ক্রিড়া সংগঠন দমদমা বয়েজ ক্লাব। সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন চেয়ারম্যান এর স্মরণে ক্লাবটি এর আয়োজন করে। ইতোমধ্যে ২৬ আগস্ট থেকে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
ক্লাব কর্তৃপক্ষ জানায়, আয়োজন কমিটির নিয়ম মেনে এ পর্যন্ত মোট ৬টি ক্লাব খেলায় অংশ নিতে নিবন্ধন করেছে। নিবন্ধনের সময় ১০ সেপ্টেম্বর পর্যন্ত আছে। দেশের যে কোন স্থান থেকে মাত্র ১ হাজার টাকা এন্ট্রিফি ফি দিয়ে যে কোন টিম খেলায় অংশ নিতে পারবে।
ক্লাব থেকে জানায়, খেলাটি গ্রুপ পদ্ধতিতে পরিচালিত হবে। প্রতি টিমে মোট ৭ জন খেলোয়ার থাকবে, তবে খেলতে পারবে ৫ জন। বাকী দুই জন অতিরিক্ত হিসেবে আপদকালীণ থাকবে। প্রত্যেক দলের জার্সি এবং উঊঊজ বাধ্যতামুলক থাকতে হবে।
এক দলের খেলোয়াড় অন্য কোন দলে খেলতে পারবেনা। খেলায় কোন টিমের দ্বারা কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে সে দলকে খেলা থেকে বহিষ্কার করা হবে।
খেলা শুরুর কমপক্ষে ২০ মিনিট আগে মাঠে অংশ উপস্থিত হয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করতে হবে।
খেলায় কোন খেলোয়ার হলুদ কার্ড পেলে সে দলকে একশত টাকা এবং লাল কার্ড পেলে দুইশত টাকা জরিমানা দিতে হবে।
আগ্রহী টিম থেকে খেলায় অংশ নিতে ০১৮৭৫ - ৫৬ ৮৮ ৪৪/ ০১৮৯০ - ৯০ ৯০ ৭৭ এবং ০১৯৫৫ - ২৬ ২০ ২৮ নাম্বারে যোগাযোগের জন্য বলা হয়েছে।
বিজয়ী দলের জন্য ৪৩ ইঞ্চি এলইডি টিভি থাকবে আর খেলাটি অনুষ্ঠিত হবে সোনারগাঁও সরকারী কলেজ মাঠে।
Post a Comment