Halloween Costume ideas 2015

লেখক-সাংবাদিক বাবুল মোশাররফ স্মরণে স্মরণসভা ও গ্রন্থের মোড়ক উন্মোচন



সোনারগাঁও দর্পণ

“ফুল ঝরে গেলে রেখে যায় প্রীতি, মানুষ মরে চলে যায় রেখে যায় স্মৃতি” তেমনি সোনারগাঁওয়ে প্রয়াত সহকর্মীর স্মৃতিকে আকড়ে ধরে সোনারগাঁওয়ের প্রখ্যাত সাংবাদিক ও লেখক বাবুল মোশাররফ স্মরণে সভা করেছে অরাজনৈতিক সাহিত্য সংগঠন ‘সোনারগাঁও সাহিত্য নিকেতন’। শুধু তাই নয়, প্রয়াত লেখক ও সাংবাদিক বাবুল মোশারফের স্মরণে স্মারক গ্রন্থের মোড়কও উন্মোচিত হয়েছে। 

শুক্রবার বিকেলে সোনারগাঁও জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গঙ্গাবাসী অডিটরিয়ামে সোনারগাঁও সাহিত্য নিকেতন’র উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান লেখক অধ্যাপক আবু দায়েন। 

সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি কবি রহমান মুজিবের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধানের সঞ্চালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক রবিউল হুসাইন। 

অনুষ্ঠানে অতিথি বক্তারা বাবুল মোশাররফের স্মৃতিচারণের পাশাপাশি তার রূহের মাগফিরাত কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বার্তা সম্পাদক আইয়ুব ভূঁইয়া, সুবর্ণগ্রাাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি শাহেদ কায়েস, সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম, বিটিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি একেএম মাহফুজুর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সহ-সভাপতি আসমা আখতারী, জ্যেষ্ঠ আইনজীবি জিয়া হায়দার ডিপটি, সোনালী ব্যাংক উদ্ববগঞ্জ শাখার ব্যবস্থাপক মতিউর রহমান, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার, সাংবাদিক ফজলে রাব্বি সোহেল, মাহবুবুল আলম সুমনসহ অনেকে।


Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget