সোনারগাঁও দর্পণ :
বড় ভাই বাচ্চু মিয়া ও তার স্ত্রী নাজমা বেগমের ধারালো অস্ত্রের আঘাতে সহোদর ছোট ভাই মহাসিন রক্তাক্ত হয়ে হাসপাতলে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আহত মহাসিনের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ করেছে। বুধবার (২৫ আগস্ট) সকালে উপজেলার পৌরসভার ইছাপাড়া গ্রামের মৃত চাঁন মিয়ার বাড়িতে জমি সংক্রান্ত জের ধরে এ ঘটনা ঘটে।
মামলার বাদী শারমিন আক্তার জানান, জমি সংক্রান্ত জের ধরে বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে তার ভাসুর বাচ্চু মিয়া ওরফে পাগলা বাচ্চু ও বাচ্চু’র স্ত্রী নাজমা তার (বাদী) স্বামী মহাসিনকে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো রামদা, বটি, ও লাঠিসোটা নিয়ে এলোপাথারী হামলা করে। হামলায় তার স্বামীর হাত, পা,পিঠ ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আহত হয়। তাদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে তার স্বামী’র শরীরের বিভিন্ন অংশ নীলাফোলা জখম ছাড়াও পায়ের গোড়ালি ও মাথা মারাত্মক রক্তাক্ত যখম হয়। বর্তমানে মহাসিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, ঘটনাটির বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Post a Comment