বাংলা চলচ্চিত্রের নায়িকা পরীমনিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে তার বাসা থেকেই তাকে আটক করা হয়। এরআগে তার বাসায় অভিযানের সময় বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে র্যাব সদস্যরা। র্যাব জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। যদিও অভিযানের বিষয়টি পরীমনি তার নিজ ফেসবুক পেজে নিজেই জানিয়েছিল।
এর আগে বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরীমনির বাসায় অভিযানে যায় র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। আটকের পর তাকে র্যাবের প্রধান কার্যালয়ে নেয়া হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়েছে।
এরআগে সম্প্রতি ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকারের অভিযোগে এক ব্যবসায়ী গ্রেফতার হওয়ার পর থেকেই আলোচনা-সমালোচনায় আসেন পরীমনি।
Post a Comment