সোনারগাঁও দর্পণ :
২০০৪ সালের ২১ আগস্ট ঘটে যাওয়া বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে সে হামলায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন সোনারগাঁওয়ের মুক্তিযোদ্ধারা। আজ শনিবার (২১ আগস্ট) সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত “২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের প্রতিবাদে আলোচনা সভা”য় এ দাবি জানানো হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ - ৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, আহবায়ক কমিটির সদস্য ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি বিল্লাল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
Post a Comment