সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁওয়ে করোনাক্রান্ত হয়ে এক নারী (৫২)’র মৃত্যু হয়েছে। উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকায় ওই নারীর মৃত্যু হয়। এ নিয়ে সোনারগাঁওয়ে করোনায় মো মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৪৯ জনে। এদিকে, নতুন করে আরো ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা সোমবার দুপুরে জানান, গত ২৪ ঘন্টায় ১০১ জনের নমুনা পরিক্ষা করে ৩৯ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়। এ নিয়ে সোনারগাঁওয়ে মোট করোনা আক্রান্ত রোগির সংখ্যা দাড়াল এক হাজার ৯৪৯ জনে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ১ হাজার ৬৩৫ জন।
Post a Comment