সোনারগাঁও দর্পণ :
নতুন করে সোনারগাঁওয়ে আরও এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। গত ২৯ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে তার মৃত্যু হলেও আজ তা প্রকাশ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ নিয়ে সোনারগাঁওয়ে করোনায় মোট মৃত্যু হলো ৫৮ জনের।
এছাড়া, এ জনপদে করোনায় নতুন করে আরও ৩৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সোনারগাঁওয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ২ হাজার ২১২ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত ২৯ জুলাই মৃত্যু হওয়া ওই রোগী একজন ৬১ বছরের এক নারী। তিনি মোগরাপাড়া ইউনিয়নের ছোট কৃষ্ণাদী এলাকার বাসিন্দা। গত ২৮ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি পরীক্ষার জন্য নমুনা দেন। ২৯ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান।
এ পর্যন্ত সোনারগাঁওয়ে করোনা আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছেন ১ হাজার ৮শ জন।
Post a Comment