সোনারগাঁও দর্পণ :
তুলার বস্তায় গাঁজা নিয়ে পাচারের সময় ২২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব - ১১’র সদস্যরা। এ সময় গাঁজা বহনকারী কাভার্ডভ্যানটিও (পিরোজপুর ট ১১-০৩৪৮) জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১০ আগষ্ট) ভোরে সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসকল গাঁজা ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ী এলাকার হোসেন আলীর ছেলে আনোয়ারুল ইসলাম (৩৪), একই উপজেলার পূর্ব দৈলজের এলাকার আশরাফ আলীর ছেলে মোঃ, দুলাল মিয়া (২৯)এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকার মৃত আলী মিয়ার ছেলে নুরুল ইসলাম (৫৯) কে গ্রেফতার করা হয়। এ সময় গাঁজাসহ তাদেরকারী কভার্ডভ্যানটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোনারগাঁয় থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
Post a Comment