পিকআপের ধাক্কায় ভ্যানে থাকা শিশুসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই জন। শুক্রবার সকালে সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নের তালতলা স্ট্যান্ডে হতাহতের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে মদনপুর থেকে প্রভাবরদীগামী একটি পিকআপ তালতলা স্ট্যান্ডে থাকা অপর একটি মাছের ভ্যানকে পিছন দিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে উপজেলার জামপুর ইউনিয়নের বাঘবাড়িয়া গ্রামের রুহুল আমিনের শি ছেলে হাবিব (১২) ও নোয়াগাঁও ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে মনির হোসেন (৪০) ঘটনাস্থলেই মারা যায়।
এসময় আরো ২ জন মারাত্মক আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তালতলা ফাঁড়ি পুলিশ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, পিকআপটির চালককে আটক ও পিকআপটি জব্দ করা হয়েছে।
Post a Comment