করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নির্দেশ বাস্তবায়নে এক দিকে মানবিক অপরদিকে কঠোর অবস্থানে সোনারগাঁও উপজেলা প্রশাসন। তবে, করোনা সংক্রমণ প্রতিরোধ সকলের আন্তরিকতা আর সহযোগিতা ছাড়া সম্ভব নয় বলে মত প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম আজ দুপুরে তার নিজ ফেসবুক আইডিতে এমন তথ্য তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার স্ট্যাটাসে লিখেন, “আইনের প্রতি শ্রদ্ধা ছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধ করা কঠিন কাজ। লকডাউনের ৫ম দিন। কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন সোনারগাঁ। বিকাল ০৪ টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত উপজেলার ঢাকা-চিটাগাং হাইওয়ে, মোগরাপাড়া চৌরাস্তা, পিরোজপুর মেঘনাঘাট, নিউটাউন, মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক, সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি, চৈতির মোড়, পানামনগর, পৌরসভা, উপজেলা পরিষদ, বৈদ্যেরবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জনগণকে সচেতন করা হয়। এসময় বিভিন্ন অপরাধে ১০ জনকে ৫৯০০ টাকা অর্থদÐ প্রদান করা হয়। ৮ টি থ্রিহুইলার জব্দ করা হয়।”
৩৩৩ নাম্বারে কল করে যারা জরুরী খাদ্য সহায়তা চাচ্ছেন তাদেরকে অতি দ্রæত মাননীয় প্রধানমন্ত্রী’র ত্রাণ সহায়তা পৌছে দিচ্ছে উপজেলা প্রশাসন।
Post a Comment