সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। গত বৃহস্পতিবার রাতে মোশারফ হোসেনের মৃত্যু খবর পাওয়ার পর নিশ্চিত হয়ে তার নিজ ফেসবুক পেজে তিনি তার শোক জানান।
আতিকুল ইসলাম তার পেজে লিখেন, “সোনারগাঁ উপজেলা পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান, বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা জনাব মোশাররফ হোসেন বার্ধক্যজনিত কারণে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন। আমি মহান রব্বুল আলামিনের নিকট তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আমি তার মৃত্যুতে মর্মাহত এবং শোকাহত। তিনি ছিলেন একজন সৎ নির্লোভ নির্ভেজাল জনপ্রিয় ব্যক্তিত্ব।”
Post a Comment