সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের অভিভাবক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ন্যায় বিচারক, জেলা আওয়ামী লীগের সদস্য, সদ্য প্রয়াত মোশারফ হোসেনের রূহের মাগফিতার কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি দোয়া ও মিলাদ মাহফিলের এ আয়োজন করেন।
রবিবার বিকালে মোগরাপাড়া বাজারে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগ রনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোহাগ রনি’র বাবা শাহজামাল তোতা।
মিলাদ মাহফিলে দোয়ার আগে অনুষ্ঠানে স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন ইউনিয়নের দমদমা জামে মসজিদের সভাপতি কবিরুজ্জামান মোল্লা, শাহ আলম, শামসুল আলমসহ স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তি।
স্মৃতিচারনের সময় সোহাগ রনির বাবা শাহজামাল তোতা আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে মোশারফ হোসেনের রূহের মাগফিরাত কামনা করেন তার বক্তব্য শেষ করেন।
Post a Comment