সোনারগাঁওয়ে যৌতুক ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার আনন্দ বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আল আমিন মিয়া (৩৬) কে আনন্দবাজার ও শহিদুল ইসলাম (৫৫) কে মোগরাপাড়া ইউনিয়নের কাপুরদী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়, উপজেলার উত্তর খংসারদী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে আল আমিন মিয়ার বিরুদ্ধে যৌতুক ও কাপুরদী এলাকার বদুরদজ্জামানের ছেলে শহিদুল ইসলামের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারের পর আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
Post a Comment