সোনারগাঁও দর্পণ :
সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ, এইচ, এম মাসুদ দুলাল ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। গত বৃহস্পতিবার রাতে মোশারফ হোসেনের মৃত্যুর পরপরই তারা নিজ ফেসবুক পেজে মোশারফ হোসেনের মৃত্যুর কথা জানিয়ে তাদের শোক প্রকাশ করেন।
তারা শোক বার্তায় বলেন, দুই দুইবার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ৪ বার নির্বাচিত মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের অনেক বড় ক্ষতি হলো যা পূরণীয় নয়। এ সময় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Post a Comment