সাংবাদিক পরিচয় দিয়ে তারা দীর্ঘদিন ধরে মাদক পাচার করতো। অবশেষে গত রোববার জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, রোববার বিকেলে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় একজন পুরুষ ও দুজন নারীকে আটকের পর জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবাগুলো পেটের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে এক্সরে করে বিষয়টি নিশ্চিত হয়ে ৪ মাদক ব্যবসায়ীর মধ্যে ৩ জনের পাকস্থলী থেকে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সোনারগাঁও থানার হামসাদী এলাকার হোসনা আক্তার, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ওহিদুল শিকদার, মুন্সিগঞ্জ জেলার সিরাজদী থানার খাসকান্দি মধ্যচড় গ্রামের জোসনা আক্তার। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দলেশ্বর পূর্বপাড়ার আব্দুল বাতেন। সূত্রটি জানায়, আব্দুল বাতেন নিজেকে সবুজ বাংলা পত্রিকার সাংবাদিক পরিচয় দিতেন। আর বাকীরা তার পরিচয়ে সাংবাদিক পরিচয় দিয়ে মাদকের ব্যবসা করতেন।
সোমবার আটককৃতদের মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Post a Comment