সোনারগাঁও দর্পণ :
আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য থেকে সদ্য পদ হারানো এফবিসিসিআই’র পরিচালক এবং জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ, অবৈধভাবে রাখা বিভিন্ন দেশের টাকা, বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র, হরিনের একাধিক চামড়া এবং ক্যাসিনো খেলার সরঞ্জামসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। ২৯ জুলাই দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে তার গুলশানের ৫ নম্বর সড়কের ৩৬ নম্বর বাসা থেকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদরদফতরে নেয়া হয়েছে। তবে, কি কারণে তাকে আটক করা হয়েছে তা গণমাধ্যমকর্মীদের তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
এর আগে রাত ১০টার দিকে র্যাবের নারী সদস্যরা তার বাসার ভেতরে প্রবেশ করেন। অপরদিকে, বাসার বাইরে র্যাবের বিপুল সংখ্যক র্যাব সদস্যরা অবস্থান নিয়ে বাড়িটি ঘিরে রাখেন।
এরও আগে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে এবং উপ-কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়।
Post a Comment